দোআর কারণে হটবে দুশ্চিন্তা ও বিপদাপদ

দোআর কারণে হটবে দুশ্চিন্তা ও বিপদাপদ

আল্লাহ তাআলার নেক বান্দাগণ সব অবস্থায় আল্লাহ-মুখী

সুখে-শান্তিতে

কিংবা

কষ্টে-বিপদে

একজন মুমিন আল্লাহকে ভুলে না

মুমিন সব অবস্থায় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ

বিপদ-আপদে চিন্তিত হওয়া স্বাভাবিক

কিন্তু মুমিন তখনও আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ নয়

সে ভাবে

এ অবস্থায় আমার মুনিব কি আমার প্রতি সন্তুষ্ট?

সে ভুলে যায় না

পার্থিব অবস্থাগুলো হল পরীক্ষা

এ কথা ভেবেই সে প্রশান্ত মনে তার মালিককে ডাকে

মালিক সবই জানেন, সবকিছু শুনেন

তাঁর অনুগত বান্দাকে তিনি কখনো অন্যের অধীনে ছেড়ে দেন না

অনুগত বান্দার পূর্ণ তত্ত্বাবধান আল্লাহ তাআলার অশেষ কুদরতে

আসুন আমরা অবস্থা দেখে আল্লাহকে ভুলে না যাই

তিনি অবস্থারও মালিক, আমাদেরও মালিক

সবকিছুর সঠিক ও পূর্ণাঙ্গ সমাধানকারী

একমাত্র

আল্লাহ
আমরা সবরকম বিপদাপদ থেকে আল্লাহ পাকের আশ্রয় চাই!

কিন্তু বিপদ যদি চলেই আসে তাহলে

হাদীসে বর্ণিত এ দুআটি পড়ব ইনশাআল্লাহ

ইনশাআল্লাহ দুআর বরকতে পেরেশানি ও বিপদাপদ দূর হয়ে যাবে

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُوْ فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلِّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ

অর্থ: হে আল্লাহ্! আমি আপনার রহমতের আশা করছি, আপনি চোখের এক পলকের জন্যও আমাকে নিজের নফসের সোপর্দ করবেন না এবং আমার সব অবস্থা আপনি ঠিক করে দিন, আপনি ছাড়া কোন ইলাহ নেই। (সহীহ বুখারী)


ভিডিও বিষয়ক যেকোনো প্রশ্ন/মন্তব্য করুন:
bnmedia.islaminlife.com/contact-us

আমাদের সাইটসমূহ ও ম্যাগাযিন:
বাংলা সাইট: islaminlife.com/bn
ইংরেজী সাইট: islaminlife.com
ইংরেজী ত্রৈমাসিক ম্যাগাযিন: islaminlife.com/magazines


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ক্যাটাগরির আরো ভিডিও